Price List: Under Tk.5,000 | Tk.5001-10000 | Tk.10001-15000 | Tk.15001-20000 | Tk.20001-30000 | Tk.30001-40000 | More Mobiles

আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে জানুন মাত্র ১ মিনিটে
আপনার জাতীয় পরিচয়পত্র বা NID ব্যবহার করে বর্তমানে কতটি সিম কার্ড নিবন্ধন করা আছে তা জানাটা এখন খুবই সহজ। কোনো অ্যাপ ডাউনলোড, ইন্টারনেট বা কাস্টমার কেয়ারে যাওয়ার দরকার নেই। শুধু একটি ছোট USSD কোড ডায়াল করলেই মোবাইলেই পেয়ে যাবেন পুরো তথ্য।
অনেক সময় আমরা নিজেরাও জানি না আমাদের NID দিয়ে কতগুলো সিম চালু আছে। আবার কখনো কখনো অন্য কেউ অনুমতি ছাড়াই NID ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলে। এমন পরিস্থিতি এড়াতে নিয়মিত সিম নিবন্ধন চেক করা জরুরি।
কেন NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করা দরকার
- আপনার নামে অচেনা বা অব্যবহৃত সিম আছে কিনা নিশ্চিত হওয়া যায়
- আইনগত ঝুঁকি ও অপব্যবহার এড়ানো যায়
- অপ্রয়োজনীয় সিম বাতিল করে কোটা ফাঁকা রাখা যায়
- নিজের পরিচয় ও নিরাপত্তা সুরক্ষিত থাকে
বাংলাদেশে বর্তমানে Bangladesh Telecommunication Regulatory Commission এর নিয়ম অনুযায়ী একটি NID দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়।
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে যেভাবে চেক করবেন



USSD কোড ব্যবহার করে
এই পদ্ধতিটি সবচেয়ে দ্রুত এবং সব অপারেটরেই কাজ করে।
ধাপগুলো
- মোবাইলের ডায়াল প্যাড খুলুন
- *16001# ডায়াল করুন
- নির্দেশনা এলে আপনার NID নম্বরের শেষ ৪টি সংখ্যা লিখে Send দিন
- অল্প সময়ের মধ্যেই SMS এ ফলাফল চলে আসবে
SMS এ আপনি জানতে পারবেন
- মোট কতটি সিম আপনার NID দিয়ে নিবন্ধিত
- কোন অপারেটরের কতটি সিম
- প্রতিটি সিম নাম্বারের আংশিক নম্বর
নিরাপত্তার কারণে নাম্বারের মাঝের অংশ গোপন রাখা হয়। এতে করে আপনি নিজেই সহজে চিনতে পারবেন কোন সিমটি আপনার।
অপারেটর অনুযায়ী সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
| সিম অপারেটর | চেক করার পদ্ধতি | কী লিখবেন | কোথায় পাঠাবেন / ডায়াল করবেন |
|---|---|---|---|
| Robi | USSD কোড | প্রযোজ্য নয় | *16001# |
| Airtel | USSD কোড | প্রযোজ্য নয় | *16001# |
| Banglalink | USSD কোড | প্রযোজ্য নয় | *16001# |
| Grameenphone | SMS | info | 4949 |
| Teletalk | SMS | info | 1600 |
ফিরতি SMS এ আপনার NID দিয়ে নিবন্ধিত সব সিমের মোট সংখ্যা, অপারেটরভিত্তিক তথ্য এবং আংশিক নাম্বার দেখানো হবে।
সিম রেজিস্ট্রেশন চেক করতে ইন্টারনেট লাগবে কি
না। এটি সম্পূর্ণভাবে মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক সার্ভিস। স্মার্টফোন হোক বা বাটন ফোন, যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।
অপ্রয়োজনীয় বা অপরিচিত সিম কীভাবে বাতিল করবেন
যদি তালিকায় এমন কোনো সিম পান যেটি আপনি ব্যবহার করেন না বা চিনতে পারছেন না, তাহলে সেটি বাতিল করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
যা করতে হবে
- সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন
- সিম বাতিলের অনুরোধ জানান
- পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য দিন
কিছু ক্ষেত্রে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে NID এর কপি জমা দিতে হতে পারে। যাচাই শেষ হলে সিমটি আপনার NID থেকে স্থায়ীভাবে বাতিল করা হবে।
সাধারণ প্রশ্ন ও উত্তর
একটি NID দিয়ে সর্বোচ্চ কতটি সিম রাখা যায়
বর্তমানে সর্বোচ্চ ১৫টি।
শুধু সিম নাম্বার দিয়ে আইডি জানা সম্ভব কি
না। শুধুমাত্র সিম নাম্বার দিয়ে কোন NID তে নিবন্ধন হয়েছে তা জানা যায় না।
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম নেওয়া যায় কি
হ্যাঁ। তবে সেক্ষেত্রেও সর্বোচ্চ সীমা ১৫টি।
বাংলালিংক সিম চেক করার কোড কী
*16001#
MobileMaya পরামর্শ
নিজের নিরাপত্তার জন্য ২–৩ মাস পরপর একবার হলেও NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করুন। এতে ভবিষ্যতের ঝামেলা অনেকটাই এড়ানো যায়।
এ ধরনের সহজ ও দরকারি মোবাইল গাইড পেতে MobileMaya.net এর সাথে থাকুন।


